Adsterra

বিয়ের আগেই গর্ভবতী নায়িকা, অতঃপর

বিয়ের আগেই গর্ভবতী নায়িকা, অতঃপর, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

সেনা পরিবারে জন্ম নেওয়া এই অভিনেত্রী মিস ইন্ডিয়ার খেতাব জিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। উচ্চতা এবং সুন্দর চেহারা থাকার পরেও তিনি প্রাপ্য সাফল্য পাননি। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি পরিবারে জানাজানি হতেই চরম সিদ্ধান্ত নিতে হয়েছিল ওই অভিনেত্রীকে৷ বলছি বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার কথা।

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার সঙ্গে সঙ্গে নেহা তার বাবা-মাকে জানায়। এ কথা শোনার পর বাবা-মা তাকে মাত্র ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন৷ এর আগে থেকেই অঙ্গদ বেদি এবং নেহা ধুপিয়া একে অপরের সঙ্গে ডেট করছিলেন।

এক সাক্ষাৎকারে নেহা ধুপিয়া খোলাখুলিই জানিয়েছেন তার গর্ভধারণের কথা। তিনি বলেন, ‍‍আমার মা-বাবা আমার গর্ভধারণের বিষয়ে জানতে পেরে মাত্র ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন। আমাকে মুম্বই ফিরে বিয়ে করার জন্য মাত্র আড়াই দিন সময় দেওয়া হয়েছিল।

২০১৮ সালের ১০ মে বিয়ে করেন নেহা ধুপিয়া। অঙ্গদ এবং নেহা গুরুদ্বারে ব্যক্তিগত বিয়ে করতে পছন্দ করেছিলেন। নভেম্বরে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। নেহা ও অঙ্গদের মেয়ের নাম মেহার। এরপরে ২০১১ সালে তাদের দু‍‍`জনের গুরিক নামে একটি ছেলে হয়।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

অঙ্গদ বেদি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি অনেক বছর আগেই নেহাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তিনি আর্থিকভাবে শক্তিশালী ছিলেন না। নেহাকে ইমপ্রেস করতে লোন নিয়ে একটি গাড়িও কিনেছিলাম।

বর্তমানে নেহা এবং অঙ্গদ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। দু‍‍`জনেই প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ছবি এবং ভিডিও শেয়ার করেন। ভক্তরাও তাদের এই জুটি বেশ পছন্দ করেন।

No comments

Powered by Blogger.