Adsterra

উত্তেজনার বশে সিদ্ধান্ত নিয়েছিলাম: রাধিকা

উত্তেজনার বশে সিদ্ধান্ত নিয়েছিলাম: রাধিকা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে, গেল অক্টোবরে রেড কার্পেটে হেঁটে সবাইকে চমকে দিয়েছিলেন। কারণ, রেড কার্পেটে সন্তান সম্ভবা অবস্থায় তিনি হেঁটেছিলেন। এবার সন্তান নিয়ে হাজির হয়ে ফের ভক্তদের চমকে দিলেন এই নায়িকা।

চলতি মাসের ১৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন রাধিকা। ছবিতে দেখা গিয়েছে, একদিকে রাধিকা তার সন্তানকে স্তন্যপান করাচ্ছেন। অপর দিকে ল্যাপটপে কাজ করছেন তিনি। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্কিং মিটিং।

এদিকে জানা গেছে, অন্তঃসত্ত্বার খবর গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেত্রী। এমনকি অভিনেত্রী জানান, তিনি মা হতেও চাননি। নিজের এই মাতৃত্ব সফরকে ‘বোকামি’ বলেই সম্বোধন করেছেন রাধিকা।

২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনিভাবে বিয়ে সেরেছেন তারা, এবং বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী।

রাধিকা জানান, তিনি বা তার স্বামী কোনোভাবেই পরিবার পরিকল্পনা করেননি।

রাধিকার কথায়, আমার মা হওয়ার ব্যাপারটাই একটা বোকামির মতো। উৎসাহ বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলাম আদৌ তাতে অটল থাকব কি না, এই ভেবে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

অন্তঃসত্ত্বা হওয়ার পরেও জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা। তিনি বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয়, এসব নিয়ে কখনোই ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তা-ও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলেন না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়ত তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।

No comments

Powered by Blogger.