Adsterra

জনগণই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে: গয়েশ্বর

জনগণই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে: গয়েশ্বর, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের মালিক জনগণ। তারাই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে। যে যার অবস্থানে শ্রেষ্ঠ, এটার জন্য সংবিধান বা অন্য কিছু লাগে না।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট ডি এস আলিম মাদরাসা মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক ১৫ আগস্টে শেখ মুজিবুরের জানাজায় লোক পেলাম না, আর এত বছর পরে ১৫ আগস্টে কোনো জায়গায় মাহফিলের আওয়াজ পেলাম না। এতে বলা যায়, শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের বিষয়েও কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক দল গঠনে কোনো বাঁধা নেই। একটি রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হবে, যতক্ষণ বড় না হবে, যতক্ষণ নির্বাচন কমিশন থেকে অনুমোদন না পাবে, ততদিন পর্যন্ত যদি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে এই সরকার কী নিরপেক্ষ থাকতে পারবে?

তিনি আরও বলেন, এখনই ভূমিষ্ঠ হতে হবে, এখনই নির্বাচন হতে হবে, সেই নির্বাচন তাদের ছাড়া হবেনা এমন মনোভাব হলে বৈষম্যবিরোধী আন্দোলনের আড়ালে আরেকটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমরা এই বৈষম্যের অবসান চাই।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

ভারতের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা আপনাদের ওখানে পালিয়েছে তাদের ফেরত দেন। আমরা তাদের রিসিভ করব। কথা দিলাম, আমরা আপনাদের ওপর ন্যায়বিচার করব।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, হালুয়াঘাট-ধোবাউড়া আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সালমান ওমর রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.