ওহে সুদর্শন | সুমাইয়া রিমি
ওহে সুদর্শন,
তোমায় ভেবে মন উচাটন,
তুমি হাসলেই হাসে প্রেয়সীর ভুবন,
তোমায় পেলেই ধন্য জীবন।
ওহে সুদর্শন,
প্রেমিক হও অথবা হও অর্ধাঙ্গ,
যা কিছু আমার তা কেবল তোমারই
তোমার নামেই লিখে দিলাম সর্বাঙ্গ।
ওহে সুদর্শন,
তোমার করেই রেখো যাবজ্জীবন,
ভগ্ন হৃদয় দিচ্ছি না আর কাউকে
তোমার কাছেই করছি সমর্পণ।
ওহে সুদর্শন,
কাঁচ ভাঙো তবু ভেঙোনা মন,
আমার কাছে তুমিই অধিক কাছের
তোমার আমার প্রণয় থাকুক গোপন।
ওহে সুদর্শন,
কাছে থাকো অথবা দূরে,
যেখানেই যাও তুমি আমার
থেকে যাবে ঠিক হৃদয়জুড়ে।
ওহে সুদর্শন,
তোমার মতো আর কে আপন?
প্রশান্তিতেই জড়িয়ে রাখো হৃদয়
আমার হয়েই থেকো আজীবন।
No comments