Adsterra

জমি পাওয়ার জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে হলে ডাকবো : জয়

জমি পাওয়ার জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে হলে ডাকবো, জয়, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh n

জমি পাওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা ডেকেছি, প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারকেও বাবা ডাকতে রাজি আছি বলে জানিয়েছেন আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।


বুধবার (১১ ডিসেম্বর) মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় রাজনৈতিক স্যাটায়ার নিয়ে ‘৮৪০’-এর বিশেষ প্রিমিয়ার শো শেষে তিনি এসব কথা বলেন। তিনি এই চলচ্চিত্রে অভিনয় করেছেন।


শাহরিয়ার নাজিম জয় বলেন, আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে- তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি; সেটার জন্য আমি অনুতপ্ত।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

উল্লেখ্য, ২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাচলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয়। আবেদনে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন। ২০১৯ সালে ওই আবেদনপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর সেই আবেদনপত্রটি ফের ভাইরাল হয়।

No comments

Powered by Blogger.