১৭ বছরের বন্দিজীবন শেষে আজ মুক্তি পাচ্ছেন বাবর
প্রায় ১৭ বছর ধরে রয়েছেন কারাগারে। এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। সবার মনেই ছিল প্রশ্ন—কবে কারামুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর? এবার সেই প্রশ্নের উত্তর মিলেছে। সব ঠিক থাকলে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ মুক্তি পাবেন।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাবেন। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন ও পরে তার গুলশানের বাসায় যাবেন।
মির্জা হায়দার আলী আরও বলেন, জিয়া উদ্যানে কবর জিয়ারতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কারা সূত্রে জানা গেছে, আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের নথি এসেছে। আনুষ্ঠানিকভাবে দুপুরের দিকে তাকে কারামুক্তি দেওয়া হবে।
এর আগে, গত ১৪ জানুয়ারি চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। এর ফলে বাবরের কারামুক্তিতে এখন আর কোনো বাধা নেই।
এদিকে, নেত্রকোণা-৪ আসনে (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মী, স্বজন ও এলাকার মানুষের মাঝে একধরনের আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে।
তার নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোণায় অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় এসেছেন।
কারামুক্তির পর কারা ফটক থেকে বাবরকে বরণ করে নেওয়ার প্রস্তুতিও নিয়েছেন তারা।
No comments