Adsterra

কেমন ছিল ২০২৪ এর ঢালিউড ইন্ডাস্ট্রি ?

কেমন ছিল ২০২৪ এর ঢালিউড ইন্ডাস্ট্রি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

দিন দুয়েক পরই ক্যালেন্ডারের পাতা উল্টে আসবে ২০২৫। চলছে শেষ সময়ের হিসেব-নিকেশ। নানা সংকটেও ভালোভাবেই ২০২৪ পার করলো ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। আমদানির সিনেমা বাদেও বছরজুড়ে এবার মুক্তি পেয়েছে ৫৩টি সিনেমা। তবে গত বছরের তুলনায় সিনেমা মুক্তির সংখ্যা বাড়লেও, ব্যবসায়িক সফলতা পেয়েছে হাতে গোনা কয়েকটি।

ঢালিউড ইন্ডাস্ট্রিতে ২০২৪ এ শুরুটা হয়েছিল মেহেদী হাসানের ‘শেষ বাজি’ ধরে আর শেষ আকরাম খানের ‘নকশী কাঁথার জমিন’-এ। চলতি বছর রহস্য, রোমান্স, অ্যাকশন, হরর, ইতিহাস নির্ভর- সব ধারার সিনেমার স্বাদই পেয়েছেন দর্শক।

গতবারের মতো এ বছরও ইন্ডাস্ট্রি কাঁপিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার অভিনীত সবচেয়ে আলোচিত ও ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল ‘তুফান’। সুপারস্টার শাকিবের রহস্যময় রূপ, দূর্দান্ত নির্মাণশৈলী, সঙ্গে জনপ্রিয় গান; রীতিমতো এ সিনেমা দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি।

বিদায়ী বছরে ‘‌রাজকুমার’ ও ‘‌দরদ’ দিয়েও পর্দায় আগ্রহ ফিরিয়েছেন শাকিব। ‘তুফান’-র মতো তেমন প্রেক্ষাগৃহ না কাঁপালেও শুরু থেকেই নানা কায়দায় আলোচনায় ছিলো সিনেমা দুটি।

ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় ছিল চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’। শরীফুল রাজকে সঙ্গে নিয়ে মর্গের ডোম ও প্রেমিকার লাশের অন্যরকম প্রেম কাহিনী নিয়ে হাজির হয়েছিলেন। দর্শকপ্রিয়তাও পায় সিনেমাটি।

একটি খুন ও প্রতিশোধের গল্পে বাংলাদেশেও যে টান টান উত্তেজনার গল্প নির্ভর থ্রিলার সিনেমা বানানো যায়, সেই প্রমাণ দেয় ‘ওমর’। ক্রাইম, সাসপেন্স ও কমেডির মিশ্রণে সিনেমাটির গল্প দর্শক টেনেছিল। একই সময়ে মুক্তিপ্রাপ্ত ‘‌কাজলরেখা’ সিনেমাটিও দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বছরের শেষে চমক দিয়ে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক বিদ্রূপধর্মী সিনেমা ‘৮৪০’। তারকাবহুল সিনেমাটি সেভাবে সাড়া না ফেললেও অভিষেক সিনেমা ‘প্রিয় মালতী’ দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন মেহজাবীন চৌধুরী।

 

সিনেমা রিভেঞ্জ-র পোস্টার। 

সিনেমা মুক্তির ধারা ক্রমাগত বজায় থাকলেও অধিকাংশ-ই দর্শক টানতে একেবারে ব্যর্থ। দীর্ঘ সেই তালিকায় স্থান পেয়েছে ‘‌লিপস্টিক’, ‘‌কাগজের বউ’, ‘‌সোনার চর’, ‘‌ডার্ক ওয়ার্ল্ড’, ‘‌শরতের জবা’, ‘‌রিভেঞ্জ’, ‘‌ময়ূরাক্ষী’, ‘‌পেয়ারার সুবাস’, ‘‌ডেডবডি’, ‘‌ডেঞ্জার জোন’,  ‘মায়া-দ্য লাভ’, ‘শ্যামাকাব্য’, ‘আগন্তুক’ সহ অসংখ্য সিনেমা।

বিদায়ী বছরে বাংলা সিনেমার অবস্থা ভালো-মন্দে পার হলেও নতুন বছরে সু-সময় আসবে, এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।

No comments

Powered by Blogger.