এবার মজসিদের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’, অতঃপর
এবার সাতক্ষীরায় মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।
জানা গেছে, এদিন মাগরিবের নামাজের পর তারা চা খেতে পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের সামনে যান। হঠাৎ মসজিদের দোতলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি-৭১ হ্যাকার’ লেখা ভেসে যেতে দেখতে পান। এভাবে দুই মিনিট চলার পর বিদ্যুৎ চলে যায়। বিষয়টি ভালো করে দেখার জন্য তারা অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে সেই বোর্ডে পুনরায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি-৭১ হ্যাকার’ লেখা ভেসে ওঠে ও চলতে দেখা যায়। সে সময় ওই মসজিদের দায়িত্বরত ইমাম তরিকুল ইসলামকে ডেকে এনে দৃশ্যটি দেখালে ইমাম সাহেবও আশ্চর্য হয়ে যান। তাৎক্ষনিক ডিজিটাল সাইনবোর্ডের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ইমাম।
এ বিষয়ে মসজিদের ইমাম তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি দেখে আমি হতবাক। কীভাবে এটি ভেসে উঠলো, কিছুই বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে ডিজিটাল সাইনবোর্ডের বিদ্যুতের সুইচ বন্ধ করে দিয়েছি। পরে মসজিদ কর্তৃপক্ষ এসে সাইনবোর্ডটি খুলে ফেলেন। কারা এটি করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।’
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘এ ঘটনায় মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এর আগে গত শনিবার নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফেরার বিষয়টি প্রচার করা হয়।
No comments