প্রকাশিত হচ্ছে লেখক শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "বাংলা বসন্ত"
২০২৫ অমর একুশে গ্রন্থমেলাতে প্রকাশিত হচ্ছে লেখক শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "বাংলা বসন্ত"। এটি লেখকের প্রকাশিত ১৩তম গ্রন্থ।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ লিখেছেন তার এই উপন্যাস "বাংলা বসন্ত"।
২০১০ সালে আরব বসন্তের মূল ভূমিকায় ছিল তরুণেরা, ছাত্ররা। মূল পরিবর্তনকামীও ছিল তারা। আরব দেশগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছিল হাজার হাজার সাধারন মানুষ, সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছিল প্রতিটা শহরে। সরকারের ব্যাপক নিপীড়ন আর সরকারি বাহিনীর একের পর এক হামলা সত্ত্বেও গণ-আন্দোলন অব্যাহত থাকে, এগিয়ে যেতে থাকে বিপ্লব। সে পথেই কি তবে এগোচ্ছে বাংলাদেশের আন্দোলন? কোনোভাবেই তো দাবিয়ে রাখা যাচ্ছে না এই তরুণদের। ওদের যেন সারা গা ভর্তি কলিজা। চলমান এই বিক্ষোভ, আন্দোলন পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। রাজপথে অধিকারের দাবিতে আওয়াজ তুলেছে সাধারণ মানুষ। ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে একেকটা শিক্ষার্থী হয়ে উঠেছে যেন জ্বলন্ত টাইম বোমা। এখন কেবল বিস্ফোরণের অপেক্ষা।
এই বই সম্পর্কে লেখক শাহরিয়ার সোহাগ বলেন আন্দোলনকারী হিসেবে নিজের অভিজ্ঞতা, স্বৈরাচারের দালালদের হুমকি, লেখক হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই এমন উপন্যাস লেখা, যেখানে চরিত্রগুলো কথা বলেছে রূপক ভাবে। নিজের লেখা আগের দশটা উপন্যাসের অমিমাংশিত চরিত্রগুলো ফিরে আসছে এই উপন্যাসে, আন্দোলনকারী হিসেবে।
বইটি প্রকাশিত হয়েছে অনুজ প্রকাশন থেকে। প্রকাশকক আশরাফুল ইসলাম তুষারও বইটা নিয়ে আশাবাদি। প্রচ্ছদ করেছে সজীব জোয়াদ্দার। বইটি অর্ডার করতে পারবেন রকমারি সহ সব অনলাইন বুকশপ থেকে।
শাহরিয়ার সোহাগ এর জন্ম যশোর জেলার চৌগাছা উপজেলাতে। মা রাশিদা খাতুন উপজেলার কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। বাংলাদেশের সবচে পুরানো ও ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঢাকা কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে সাংবাদিকতা পেশাতে যুক্ত থাকলেও লেখালেখি আর ফটোগ্রাফিতে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। পরিচিতি পেয়েছেন টিভি ও মঞ্চ নাটক লিখে, অভিনয় করে। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত অভিনয় শিল্পী তিনি। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রসওয়ে ইওথ অ্যালায়েন্স নামে একটি ইয়ুথ সংগঠনের।
ব্যাক্তি জীবনে বিবাহিত শাহরিয়ার সোহাগ এর সহধর্মিণী ডা. আবিদা সুলতানাও জড়িত আছেন লেখালেখির সাথে। তাদের ঘরে আরিশা শাহরিয়ার ফারিস্তা নামে একটি কন্যাসন্তান আছে।
No comments