Adsterra

নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ

নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh n

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নারী ক্রিকেটের দিকে নজর রেখেছেন ফারুক আহমেদ। তার উদ্যোগে নারী ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজে দেখা গিয়েছিল স্পন্সর। এবার নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আগামী ১০ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। ইতোমধ্যে টুর্নামেন্টটির জন্য ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি। প্রথম আসরটি তিনটি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার জানিয়েছেন, তিনটি ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। এ ছাড়া চতুর্থ দলের জন্য আলোচনা চলছে, তবে চূড়ান্ত না হলে তিন দল নিয়েই টুর্নামেন্ট শুরু হবে।

প্রতি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। এ ছাড়া নীতিমালায় একজন বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ রাখা হয়েছে। তবে এই বিদেশি খেলোয়াড়দের মান কেমন হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ক্রিকেটারদের পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করেছে বিসিবি। আইকন ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা। এ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৪ লাখ টাকা, ‘বি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৩ লাখ টাকা, সি ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা, ‘ডি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ১ লাখ টাকা।

প্রতি দলে একজন আইকন ক্রিকেটার রাখা হবে। এ-ক্যাটেগরিতে থাকবেন দুইজন, ‘বি’ ক্যাটেগরিতে দুইজন, সি-ক্যাটেগরিতে তিনজন এবং ডি-ক্যাটেগরিতে চারজন খেলোয়াড়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

বাশার বলেন, আমরা আইকন রাখব একজন করে। এ গ্রেডে দুজন, বি গ্রেডে দুজন, সি গ্রেডে তিনজন, ডি গ্রেডে চারজন খেলোয়াড় রাখা হবে। যেহেতু ছেলেদের বিপিএল শেষ হওয়ার তিন দিনের মধ্যেই মেয়েদের বিপিএল, আমরা চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের ওপর যাতে চাপ না পড়ে। ৩২ থেকে ৩৩ লাখ টাকার মধ্যে খেলোয়াড় সম্মানী রাখতে পারলে সহনশীল হবে। ৫০ লাখের মধ্যে যাতে টুর্নামেন্ট শেষ করতে পারে।

উল্লেখ্য, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। ৮ থেকে ৯ দিনের মধ্যে শেষ হবে এ টুর্নামেন্ট।

No comments

Powered by Blogger.