Adsterra

পাকিস্তানে মুক্তি পাচ্ছে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’

পাকিস্তানে মুক্তি পাচ্ছে রাজ, বুবলীর, দেয়ালের দেশ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh new

জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন ২’ দিয়ে গত বছর থেকে পাকিস্তানের প্রেক্ষাগৃহে শুরু হয়েছে বাংলা সিনেমা মুক্তি। এরপর দেশটির প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘দেয়ালের দেশ’। আগামীকাল থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছেন যুক্তরাষ্ট্রের এভেইল এন্টারটেইনমেন্ট।


সরকারি অনুদানে দেয়ালের দেশ বানিয়েছেন মিশুক মনি। পাকিস্তানে মুক্তির বিষয়টি নিশ্চিত করে নির্মাতা মিশুক মনি বলেন, ‘দেয়ালের দেশ আমার প্রথম সিনেমা। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। বাংলাদেশের পাশাপাশি অনেক দেশেই মুক্তি পেয়েছে এটি। কাল মুক্তি পাচ্ছে পাকিস্তানে। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’


বৈশাখ ও নহর নামের দুই যুবক-যুবতীর ব্যতিক্রম রসায়ন নিয়ে নির্মিত হয়েছে দেয়ালের দেশ। এতিমখানায় মানুষ হওয়া বৈশাখ চালচুলোহীন, খামখেয়ালি। বাসে বাসে লিফলেট বিলি করা মেয়ে নহরকে তার ভালো লাগে। প্রেম হয়ে যায় তাদের। কিন্তু স্বভাব বদলায় না বৈশাখের। জুয়া আর নেশায় ডুবে থাকে। ডেলিভারি ম্যানের চাকরি নিলেও জেলে যেতে হয় তাকে। সব হারিয়ে বৈশাখ কাজ নেয় মর্গে। একদিন একটা লাশ আসে মর্গে। কফিন খুলে বৈশাখ দেখে, এটা তাঁর প্রেমিকা নহরের লাশ। এখান থেকেই ছবির মূল গল্প শুরু হয়। শরিফুল রাজ ও বুবলী ছাড়া এতে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।


গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল দেয়ালের দেশ। এরপর মুক্তি পায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর নানা দেশে।


No comments

Powered by Blogger.