Adsterra

রাতে অসহায়দের বাড়িতে শীতবস্ত্র নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক

রাতে অসহায়দের বাড়িতে শীতবস্ত্র নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bang

চাঁদপুরে শহরের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দরজায় দরজায় গিয়ে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের বেদে পল্লী, পুরানবাজারের হরিসভা, রনাগোয়ালসহ আশপাশের এলাকায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন নিজে গিয়ে নিম্নআয়ের অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে শীতবস্ত্র।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন গণমাধ্যমকে জানান, আপনারা জানেন যে সারাদেশেই শৈত্য প্রবাহ চলছে। সরকারের পক্ষ থেকে আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে। আমরা ইতোমধ্যে প্রতিটা ইউনিয়ন পর্যায়েও শীতবস্ত্র বিতরণ করছি। তারই অংশ হিসেব আমরা শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্তদের পাশে এসে দাঁড়িয়েছি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.