Adsterra

নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কী কী, জানালেন উপদেষ্টা

নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কী কী, জানালেন উপদেষ্টা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন বছরে সরকারের প্রধান কার্যক্রম হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার শেষ করে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা।

বুধবার বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান একথা বলেন।

তিনি বলেন, রাজনীতিবিদরাও সংস্কার চান। ঐকমত্যের জন্য আলাদা কমিশন করা হবে। যার নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা নিজেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সংস্কারের প্রয়োজন নেই এমন কথা বিএনপি বলেনি। তারা বলেছে সংস্কারের প্রয়োজন আছে। তারা নিজেরাও লিখিত মতামত দিয়েছে। আমরা নির্বাচন ও সংস্কার দুটোকেই প্রাধান্য দিচ্ছি।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ড কিভাবে হলো- সেই বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্পষ্ট ধারণা দিয়েছে ফায়ার সার্ভিস ও তদন্ত কমিটি। এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তা লেখা শেষ হবে।

এ সময় রিজওয়ানা হাসান জানান, সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার হবে। সেটি করা না গেলে যে প্রক্রিয়ায় বিচার হওয়ার কথা সেভাবেই হবে। 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান রিজওয়ানা হাসান।

No comments

Powered by Blogger.