তিন খানের জনপ্রিয়তা কমবে না বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা
বয়স বাড়লেই যে তারকাদের জনপ্রিয়তা কমে যায়, তা নিয়ে বলিউড দুই শ্রেণিতে বিভক্ত রয়েছে। চলতি বছরেই ৬০ বছরে পা দিতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, বলি ভাইজানখ্যাত সালমান খান এবং মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান।
এই তিন খানের বয়স বাড়ছে। তার সূত্র ধরেই প্রশ্নের মুখে বলিউডের তিন খানের ‘স্টারডম’। বিনোদন জগতের ধারণা— বয়স বাড়ার অর্থ জনপ্রিয়তা কমে যাবে। নায়িকাদের পাশাপাশি নায়কদের ক্ষেত্রেও তা প্রযোজ্য। চলতি বছরেই শাহরুখ, সালমান ও আমির খান ষাটে পা দিতে চলেছেন। প্রবীণ নাগরিকের খাতায় নাম লেখাবেন তারা। কিন্তু তার ফলে কি তিন খানের জনপ্রিয়তা কমতে পারে? এমন প্রশ্নের উত্তরে যা বলছেন বলিউড ইন্ডাস্ট্রির সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা।
বলিউডের এক সিনেমা ব্যবসা বিশেষজ্ঞের মতে, বয়সের সঙ্গে স্টারডমের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, তিনজনেই নব্বই দশকের সুপারস্টার। কিন্তু এখনো বক্স অফিসের পাশাপাশি মানুষের মনে জায়গা ধরে রেখেছেন তারা। এ ছাড়া মানুষ তাদের বয়সও জানেন। তারপরও তাদের ছবি সুপারহিট হয়।
আরেক সিনেমা বিশেষজ্ঞের দাবি, চলতি বছর থেকে শাহরুখ, সালমান ও আমির আরও বেশি করে পরিণত চরিত্র নির্বাচন করবেন। কারণ বয়স সেখানে গুরুত্বপূর্ণ। তার দাবি, তিন তারকাই তাদের সীমাবদ্ধতা সম্পর্কে ওয়াকিফহাল। তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়। যাট বছর বয়সের সঙ্গে একসময় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, দিলীপ কুমার বা রাজেশ খান্নারা ‘ক্যারেক্টার রোল’ করতে শুরু করেন। বেশিরভাগ তারকার ক্ষেত্রেই তা হয়।
কিন্তু বলিউডের একাংশের যুক্তি— তিন খানের ছবি যদি সফল না হতো, তা হলে হয়তো তারাও অন্য রকমের চরিত্রে অভিনয় করতেন। কিন্তু ২০২৩ সালে শাহরুখ ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশন ছবি উপহার দিয়েছেন। সম্প্রতি ‘সিকান্দার’-এর প্রথম ঝলকে সালমানের অ্যাকশন অবতার দর্শকের পছন্দ হয়েছে। তাই শাহরুখ, সালমান ও আমির যে আগামী দিনেও তাদের জনপ্রিয়তা ধরে রাখবেন, সে বিষয়ে ইন্ডাস্ট্রির একাংশ নিশ্চিত।
বলিউডের আরেক সিনেমা ব্যবসা বিশেষজ্ঞের যুক্তি, বয়সের সঙ্গে স্টারডম যে কমে না, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রজনীকান্ত তার অন্যতম উদাহরণ। তিন খানের থেকেই বয়সে রজনীকান্ত বড়। তা সত্ত্বেও তার ছবি এখনো ব্লকবাস্টার হয়। কমল হাসানের বয়স এখন ৭০ বছর। কিন্তু ২০২২ সালে তার ‘বিক্রম’ ছবিটি ব্লকবাস্টার হয়েছে। ইন্ডাস্ট্রির অনেকেই মনে করেন, বয়সের সঙ্গে সঠিক ছবি নির্বাচন করলে, তারকারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন না।
তবে অন্য আরেক সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ বলেছেন, কোনো সুপারস্টার তিন খানের সমতুল্য উঠে আসতে পারেননি। তাই এখনো তারা স্বমহিমায় বিরাজ করে চলেছেন। তবে ইন্ডাস্ট্রির একাংশের দাবি— তিন খানকে একমাত্র কড়া প্রতিযোগিতার সম্মুখীন করতে পারেন রণবীর কাপুর। গত বছর অভিনেতার ‘অ্যানিমেল’-এর সাফল্যের পর এ সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
তিন খানের ঝুলিতে চলতি বছরে যেসব ছবি রয়েছে, তার মধ্যে—শাহরুখ খান ‘কিং’ ছবির প্রস্তুতি নিচ্ছেন। তবে ছবিটি দ্রুতই মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন সালমান খান। আর আমির অভিনীত ‘সিতারে জমিন পর’ ছবিটিরও চলতি বছরে মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি অভিনেতা তার প্রযোজিত ‘লাহোর: ১৯৪৭’ ছবিতেও একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।
No comments