চট্টগ্রামে গাড়িচাপায় কর্মচারী নিহত
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনালে সামিট গ্রুপের কন্টেইনারবাহী গাড়ির চাপায় আবু সিদ্দিক (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ।
নিহত আবু সিদ্দিক তৃতীয় পক্ষের চুক্তির আওতায় টার্মিনাল এলাকায় শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল লিমিটেডের সিনিয়র ম্যানেজার অ্যাডমিন মোশারফ হোসেন বলেন, ‘গাড়ি দুর্ঘটনায় আহত শ্রমিককে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উত্তর কাট্টলী ডিপো থেকে কন্টেইনারের গাড়ি বের হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন।’
No comments