Adsterra

অস্ত্রের মুখে কর্মচারীদের বেঁধে রেখে টাকা লুট ও ব্যবসায়ীকে অপহরণ

অস্ত্রের মুখে কর্মচারীদের বেঁধে রেখে টাকা লুট ও ব্যবসায়ীকে অপহরণ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,

পটুয়াখালীর বাউফলে পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে প্রায় পাঁচ লাখ টাকা লুট ও বিশিষ্ট মুদি ও মনোহরী ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বণিককে (৭৮) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। সিবু বণিক বন্দরের একজন বড় ব্যবসায়ী হিসেবে দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরীর পাইকারি ব্যবসা করছেন। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা।

প্রত্যক্ষদর্শী এবং দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, শুক্রবার রাতে তিনি প্রতিদিনের মতো দোকানের শার্টার টেনে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। এ সময় ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তাদের দুজনকে (তাপস ও শংকর) বেঁধে ফেলে পাঁচ লাখ টাকা লুট করে। পরে সিবু বণিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে তেঁতুলিয়া নদীর দিকে চলে গেছে।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ গেছে। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উনাকে (সিবু বণিক) নিয়ে গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। নদীপথে পুলিশ ও নৌপুলিশ অভিযানে বের হয়েছে বলেও জানান তিনি।

No comments

Powered by Blogger.