Adsterra

দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

পরকীয়া সন্দেহের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আজাদ বক্স (৬২)।

রোববার (১২ জানুয়ারি) উপজেলার আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স নিজ বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করতেন। ২০২৩ সালে আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক হয় তার। পরে আজাদ মিয়া মনোয়ারা বেগমকে বিয়ে করেন। তবে মনোয়ারা বেগম আলেপুর বাবার বাড়িতেই থাকতেন।

সম্প্রতি মনোয়ারা বেগম অন্য ছেলের সঙ্গে পরকীয়া করছে এমন সন্দেহে ক্ষুব্ধ হয়ে উঠেন আজাদ বক্স। পরে রোববার সকালে আলেপুর গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের মধ্যে থাকা ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করেন আজাদ বক্স। হত্যার পর নিজেই কমলগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

এ বিষয়ে কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, আসামি আজাদ বক্স থানায় এলে তাকে গ্রেপ্তার করা হয়। মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.