পঙ্গু হাসপাতালের আগুন নেভাল রোগীর স্বজনরা
রাজধানীর শের-এ-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান আলী বলেন, রাত ১০টা ১৮ মিনিটে পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগের আইসিইউতে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই উপস্থিত মানুষ ও হাসপাতালের কর্মীরা অগ্নিনিরোধক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তিনি।
No comments