Adsterra

যুক্তরাষ্ট্রে চীনের সাইবার হামলা

যুক্তরাষ্ট্রে চীনের সাইবার হামলা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh new

পাল্টাপাল্টি সাইবার লড়াইয়ে জড়িয়ে পড়েছে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। এবার চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।


মার্কিন অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে, চীনভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এতে গোপনীয় নথি হাতিয়ে নেয়া হয়েছে।


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করে বলেছে, বেইজিং সব ধরনের হ্যাকারদের হামলাকে নিন্দা করে। যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে চীনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনলেও বেইজিং এখন ওয়াশিংটনের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ সাইবার অবকাঠামোয় হামলার অভিযোগ আনছে। ২০২২ সালে বেইজিংয়ের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠানে দুটি বড় সাইবার হামলার অভিযোগ করা হয়।


সাইবার যুদ্ধ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের মুখে সাইবার হামলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দুই দেশের পাল্টাপাল্টি সাইবার হামলা ঠেকাতে এ নিয়ে চুক্তি করার পরামর্শ দিচ্ছেন অনেকে।

No comments

Powered by Blogger.