দুর্নীতি প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস
বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি ও বেসরকারি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।
ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার এবং রপ্তানির জন্য বড় বাজার। বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরও জোরালো করার সুযোগ রয়েছে। সরকার বিনিয়োগ ও বাণিজ্যকে সহজ করতে কাজ করছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এদেশে বেশি বিনিয়োগ প্রত্যাশা করে।
টিকফা বৈঠক প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিকফা চুক্তির পরবর্তী রাউন্ড ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করেছে। টিকফা থেকে বাংলাদেশ লাভবান হতে চায়। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং বিজনেস টু বিজনেস পর্যায়ে অর্থবহ আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জবাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, নতুন বাংলাদেশে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। বাংলাদেশে কর্মকালে সাফল্যের অনেক চিহ্ন রেখে যেতে চান বলেও উল্লেখ করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স।
No comments