Adsterra

সকালের যে অভ্যাসগুলো দূর করবে ক্ষতিকর কোলেস্টেরল

সকালের যে অভ্যাসগুলো দূর করবে ক্ষতিকর কোলেস্টেরল, ডা আবিদা সুলতানা, Morning habits that will eliminate harmful cholesterol, Dr. Abida Sultana

রক্তে মোমের মতো এক ধরনের পদার্থ হলো কোলেস্টেরল। মানবদেহে কোষ গঠনের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শরীরের জন্য এর অত্যাধিক মাত্রা ক্ষতিকারক হতে পারে। WHO অনুসারে, কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি ২.৬ মিলিয়ন মৃত্যুর কারণও হতে পারে (মোট কোলেস্টেরলের ৪.৫%)।

শুধু তাই নয়, উচ্চ কোলেস্টেরল মানবদেহে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। যার ফলে এটি নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সহায়তা করতে পারে ওষুধ। তবে সকালের অভ্যাসে ছোট ছোট পরিবর্তনও কমাতে পারে কোলেস্টেরল।

চলুন জেনে নেওয়া যাক সকালের যেসব অভ্যাস দূর করবে ক্ষতিকর কোলেস্টেরল—

কফির পরিবর্তে গ্রিন টি পান করুন

সকালে যদি আপনার কফি পান করার অভ্যাস থাকে, তাহলে এটির পরিবর্তে গ্রিন টি খাওয়ার চেষ্টা করুন। গ্রিন টি ক্যাটেচিন সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট যা LDL কোলেস্টেরল কমাতে সহায়তা করে। সকালে এক কাপ গ্রিন টি পান করলে হৃদপিণ্ডের সুরক্ষার পাশাপাশি শরীরের শক্তিও বৃদ্ধি পায়।


লেবুপানির সতেজতা

সকালে খালি পেটে লেবুর রস দিয়ে হালকা গরম পানি পান করলে তা শরীর পরিষ্কার করে। পাশাপাশি লিপিড বিপাক উন্নত করতেও সাহায্য করে। লেবুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্ষতিকর কোলেস্টেরল (LDL) কমায়। ধমনীতে প্লাক জমা হওয়াও রোধ করতে পারে। এটি দিন শুরু করার একটি সহজ এবং সতেজ উপায় হতে পারে।

সকালে দ্রুত হাঁটা

প্রতিদিন সকালে ২০-৩০ মিনিটের দ্রুত হাঁটা আপনার কোলেস্টেরলের মাত্রাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। নিয়মিত শারীরিক কার্যকলাপ ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে। অন্যদিকে ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। সকালের হাঁটা রক্ত সঞ্চালন উন্নত করে এবং আপনার বাকি দিনকে ইতিবাচক রাখে।

ফাইবার সমৃদ্ধ নাস্তা

সকালে প্রতিদিন আপনার নাস্তায় উচ্চ দ্রবণীয় ফাইবারযুক্ত খাবার, যেমন ওটস, চিয়া বীজ অথবা আপেল এবং কলার মতো ফল রাখুন। দ্রবণীয় ফাইবার পরিপাকতন্ত্রের কোলেস্টেরলের সঙ্গে আবদ্ধ হয়, যা রক্তে শোষিত হতে বাধা দেয়। এই অভ্যাসটি কেবল LDL কমানোর পাশাপাশি আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরাতেও সাহায্য করে।

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

বাদাম এবং বীজ

আপনার সকালের রুটিনে এক মুঠো বাদাম যোগ করুন। সকালে বাদাম, আখরোট বা তিসির বীজ একসঙ্গে খান। এই বাদামে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাট থাকে যা LDL কমানোর সঙ্গে সঙ্গে HDL (ভালো কোলেস্টেরল) মাত্রা উন্নত করে। বাদামে ক্যালোরি বেশি থাকে বলে মনে রাখবেন এক মুঠো বাদাম খেলেই যথেষ্ট।

সকালের যোগব্যায়াম বা স্ট্রেচিং

মৃদু যোগব্যায়াম বা স্ট্রেচিং মানসিক চাপ কমাতে পারে। মানসিক চাপ কিন্তু উচ্চ কোলেস্টেরলের মাত্রায় অবদান রাখে। কোবরা বা সেতু বন্ধাসনের মতো ভঙ্গী রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করে এবং হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখে। ১০-১৫ মিনিটও কিছুটা পার্থক্য আনতে পারে।

সকালে চিনিযুক্ত খাবার খাবেন না

সকালের নাস্তায় চিনিযুক্ত পেস্ট্রি এবং মিষ্টিযুক্ত পানীয় বাদ দিন। অতিরিক্ত চিনি ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে। আপনার স্বাস্থ্যের সঙ্গে কোনো আপস না করে আপনার মিষ্টি স্বাদ পূরণ করতে মধু বা তাজা ফলের মতো প্রাকৃতিক মিষ্টির দিকে মনোনিবেশ করুন।

ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।

No comments

Powered by Blogger.