আমরা শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করছি: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের কার্যক্রম যেন মেধার বিকাশ ঘটায় এবং শিক্ষার্থীবান্ধব হয় তার জন্য চেষ্টা করে যাচ্ছি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫’ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
জাহিদুল ইসলাম বলেন, আজকে আমার এই প্রকাশনা উৎসব খুবই ভালো লাগছে। শিক্ষার্থীরাও উৎসবকে খুব ভালোভাবে নিয়েছেন। ছাত্রশিবির গতানুগতিক কোন সংগঠন নয়। শিক্ষার্থীদের প্রত্যাশার উপর ভিত্তি করেই ছাত্রশিবির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা ছাত্রশিবিরের যেই গবেষণাধর্মী তিন পাতার ক্যালেন্ডার দেখছেন, তা অল্প সময়ে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি।
প্রকাশনা নিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আমাদের এই প্রকাশনাকে গ্রহণ করছে। আমাদের ২০০ প্লাস প্রকাশনা বা উপকরণ রয়েছে। আমরা প্রতি বছর এই প্রকাশনাগুলোকে আপডেট করি এবং শিক্ষার্থীরা যেন উপকৃত হয়, সেই ভাবেই আমরা প্রকাশনাগুলো তৈরি করি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের রাবি শাখার সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন, নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
উল্লেখ্য, গত রোববার (৫ জানুয়ারি) নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ এর আয়োজন করেছে শাখা ইসলামি ছাত্রশিবির। উৎসবটি চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।
No comments