সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে টেকনাফ উপজেলার পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে তিন রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে জানিয়ে দ্বীপের বাসিন্দা নুর জানান, হঠাৎ রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।
ভয়াবহ আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, কিংশুক রিসোর্টের মালিক জানিয়েছেন পার্শ্ববর্তী একটি রিসোর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে দ্বীপের আরেক বাসিন্দা জমির বলেন, দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন নেই। কিন্তু স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
No comments