‘রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির আহ্বান’
সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন।
বুধবার (৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবিতে গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘জুলাইতে যে একটি গণবিপ্লব হয়েছে, এটা যদি ঘোষণা না হয় বা আইনগত ও সাংবিধানিক ভিত্তি না পায়, তাহলে শহীদ, আহত প্রত্যেকেই নিরাপত্তাঝুঁকিতে পড়বে। আমরা চাই, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরি হোক।’
তিনি বলেন, ‘গত ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে ঘোষণাপত্রের দাবি জানিয়েছিলাম। রাষ্ট্র দায়িত্ব নিয়েছিল যে রাষ্ট্রীয়ভাবেই ঘোষণাপত্র দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা রাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকলাপ দেখিনি।’
তিনি আরও বলেন, ‘সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই আলোকে যেন জুলাই ঘোষণাপত্র রচিত হয়, সে জন্য আমরা গণসংযোগ চালাচ্ছি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগপৎভাবে এই কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে সারাদেশে একটি জনমত ও গণজোয়ার তৈরি হয় জুলাই ঘোষণাপত্রের পক্ষে।’
আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমাদের এই কর্মসূচি দেশব্যাপী চলছে। জনসংযোগের পাশাপাশি জনসভা করারও পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জের সাতটি থানাতেই এই গণসংযোগ চলবে। আগামী ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিন বিভিন্ন টিম এ কাজ চালিয়ে যাবে। আমরা সর্বস্তরের মানুষের কাছে এই প্রোক্লেমেশনের বার্তা পৌঁছে দিতে চাই।’
No comments