এক বছরে ইসরায়েলের হামলায় প্রায় ১ হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত
২০২৪ সালে দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ১ হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, গত বছর মুসলমানদের ৮১৫টি ইবাদতখানা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ১৫১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলায় ১৯টি কবরস্থান ও তিনটি গির্জা ধ্বংস হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৮০৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৯ হাজার ৬৪ জন।
এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২৩ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
এদিকে, ইসরায়েলের এমন বর্বরতার মধ্যেও দেশটিকে নতুন করে ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে অস্ত্র সহায়তা না দিতে বিশ্বজুড়ে চলা বিক্ষোভের মধ্যেই এই সহায়তা দিচ্ছে ওয়াশিংটন।
এর আগে, গত আগস্টেও ইসরায়েলকে যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ।
No comments