Adsterra

জুলাই আন্দোলন বেগবানে পোস্টার ও গ্রাফিতি ভূমিকা রেখেছে: আসিফ নজরুল

জুলাই আন্দোলন বেগবানে পোস্টার ও গ্রাফিতি ভূমিকা রেখেছে: আসিফ নজরুল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla new

জুলাই আন্দোলন বেগবানের ক্ষেত্রে পোস্টার ও গ্রাফিতি ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) শিল্পকলা একাডেমিতে শিল্পী দেবাশিস চক্রবর্তীর জুলাই অভ্যুত্থানের শিল্পকর্ম নিয়ে পোস্টার প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, গ্রাফিতি যে শক্তিশালী মাধ্যম হতে পারে, তা আমরা গত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখিনি। গ্রাফিতি হয়তো একটা সময় থাকবে না, কিন্তু প্রকাশনা হলে সেটা থেকে যাবে। সে জায়গা থেকে শিল্পকলা একাডেমির উদ্যোগ ভালো লেগেছে।

তিনি বলেন, একটা ছোট্ট পোস্টার নতুন বয়ান তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, শিল্পী দেবাশিস চক্রবর্তী ঈর্ষণীয়ভাবে দেখিয়ে দিয়েছেন, শিল্প কীভাবে সঠিকভাবে রাজনৈতিক হাতিয়ার এবং একই সঙ্গে শিল্পকর্ম হতে পারে। এ বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

তিনি আরও বলেন, শিল্পীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে নতুন প্রজন্মের।

প্রসঙ্গত, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ প্রদর্শনী শুরু হয়েছে। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

No comments

Powered by Blogger.