পাকিস্তানে মুরগির কেজি কত, জানলে অবাক হবেন !
পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে মুরগির দাম আবারও বেড়েছে। বিভিন্ন এলাকায় মুরগি ভিন্ন দামে বিক্রি হলেও শুক্রবার শহরটিতে প্রতি কেজি মুরগির দাম ৭৪০ রুপিতে পৌঁছেছে।
আর এ কারণে দেশটির সাধারণ মানুষ তাদের আমিষ-পুষ্টির চাহিদা মেটাতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
করাচির কমিশনার জানিয়েছেন, মুরগির ক্ষেত্রে সরকার নির্ধারিত দাম প্রতি কেজি ৬৩৫ রুপি। তবে দোকানিরা বলছেন, চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান থাকার কারণে মুরগির দাম বাড়ছে।
উল্লেখ্য, পাকিস্তানে গত তিন দিনের মধ্যে মুরগির দাম ৩০০ রুপি বৃদ্ধি পেয়ে ৭৪০ রুপিতে পৌঁছেছে।
অন্যদিকে প্রতিবেশী ভারতেও ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। গত ৩০ ডিসেম্বর কেজি প্রতি মুরগির দাম ছিল ৩৭০ রুপি। যা ৩১ ডিসেম্বর ৫০ রুপি বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪২০ রুপিতে। শুক্রবারও চেন্নাইতে একই দামে বিক্রি হয়েছে।
এদিকে বাংলাদেশে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা। যা এক সপ্তাহ ধরে এই উচ্চমূল্যে কিনতে হচ্ছে ভোক্তাদের। পাশাপাশি সাদা লেয়ার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০ টাকা। প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা। দেশি মুরগি ৬৫০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
No comments