Adsterra

পদত্যাগের দাবি জোরালো হওয়ার মধ্যে মন্ত্রিসভায় রদবদল আনছেন ট্রুডো

পদত্যাগের দাবি জোরালো হওয়ার মধ্যে মন্ত্রিসভায় রদবদল আনছেন ট্রুডো, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news

নেতৃত্ব নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন। স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) এ রদবদল আনবেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, ট্রুডো শপথ অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে তার নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করবেন।

কানাডায় ট্রুডো তার নেতৃত্ব নিয়ে বর্তমানে ক্রমবর্ধমান অসন্তোষের মুখোমুখি হয়েছেন। এরই মাঝে গত সোমবার অর্থমন্ত্রী আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন।

সম্প্রতি বিভিন্ন জরিপে ট্রুডোর প্রতি জনসমর্থন কমার বিষয়টি ফুটে উঠেছে। নিজ দলের মধ্যেও বেড়েছে তার বিরোধিতা। এছাড়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে 'বাণিজ্য যুদ্ধের' হুমকি দিয়ে রেখেছেন। এমন পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দেন অর্থমন্ত্রী।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

লিবারেল আইনপ্রণেতাদের একটি বড় অংশ ট্রুডোকে পদত্যাগের আহ্বান জানালেও নতুন অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক বৃহস্পতিবার বলেছেন, ট্রুডোর প্রতি তার মন্ত্রিসভার পূর্ণ সমর্থন রয়েছে।

তবে লেব্ল্যাঙ্ক বলেন, যেসব লিবারেল আইনপ্রণেতা ট্রুডোর পদত্যাগ চান, তাদের মতামতকে তিনি সম্মান করেন।

লেব্ল্যাঙ্ক জানিয়েছে, আগামী মাসে কানাডার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন, সরকার তা মোকাবেলায় মনোযোগী থাকবে এবং কাজ করে যাবে।

No comments

Powered by Blogger.