Adsterra

গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু আজ

গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু কাল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglad

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু হবে আজ শুক্রবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুক্রবার বিকেল ৪টায় প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। প্রথম আলোর আয়োজনে ৩১ জানুয়ারি পর্যন্ত আট দিনব্যাপী এই প্রদর্শনী চলবে।

বৃহস্পতিবার প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার সাম্প্রতিক গণঅভ্যুত্থান নিয়ে ‘জুলাই-জাগরণ’ শিরোনামে প্রথম আলো একটি ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছে। শিল্পী আনিসুজ্জামান সোহেলের কিউরেশনে পরিকল্পিত এই প্রদর্শনী ২৪-৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আট দিন ধরে চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮ টা।


২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

প্রদর্শনীতে থাকবে প্রথম আলোর আলোকচিত্রীদের তোলা উত্তাল এ আন্দোলনের নিয়তিনির্ধারক মুহূর্তের নির্বাচিত ছবি, প্রথম আলো পত্রিকা ও অনলাইন থেকে আলোচিত সংবাদ, অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন, প্রামাণ্যচিত্রসহ নানা প্রদর্শন সামগ্রী। জুলাই গণ-অভ্যুত্থানের বিবিধ স্মারক এবং শহীদদের ব্যবহৃত দ্রব্যাদি হবে এ প্রদর্শনীর অন্যতম দ্রষ্টব্য।

প্রদর্শনী চলাকালে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ভিডিও প্রতিবেদন এবং প্রথমা প্রকাশনের চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।

No comments

Powered by Blogger.