Adsterra

অপহরণের ২ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেপ্তার ২

অপহরণের ২ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেপ্তার ২, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

যশোরের চৌগাছায় অপহৃত জুয়েলারি ব্যবসায়ী ধীরেন্দ্র দে কে (৬২) উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে চৌগাছা শহরের সরকারি খাদ্যগুদামের সামনের সড়ক থেকে অপহরণের শিকার হন চৌগাছা বাজারের উত্তম জুয়েলার্সের মালিক ধীরেন্দ্র দে। দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিকরগাছার বোধখানা এলাকার আব্দুল আজিজের ছেলে আবু সাইদ আল মামুন বাবু (৪২) ও যশোর সদরের ইছালি এলাকার শহিদুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (৪৫)।

ধীরেন্দ্র দে’র স্ত্রী জানান, তার স্বামী অসুস্থ ছিলেন। তিনি দোকানে বসতে পারেন না। সোমবার দিনের বেলায় বাড়িতেই ছিলেন। ছেলের বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে তিনি সন্ধ্যার পর দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। দোকান বন্ধ করে ছেলে বাড়ি এলে তার বাবার কথা জিজ্ঞেস করলে ছেলে জানায় তিনি দোকানে যাননি। তখন তার ফোনে কল দিলে ফোনটি বন্ধ দেখায়। এরপর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

ধীরেন্দ্র দে’র ছেলে উত্তম কুমার দে বলেন, গত সোমবার আমাদের দোকানে হালখাতা ছিল। অনেকে হালখাতার বিষয়টি জানে। সন্ত্রাসীরা সেই হালখাতার টাকার জন্য হয়তো বাবাকে অপহরণ করতে পারে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের শনাক্ত করে যশোর থেকে অপহরণকারীদের গাড়ির পিছু নেয় ডিবি। অপহরণকারীরা গাড়িটি নিয়ে চৌগাছার দিকে দ্রুত পালাতে চেষ্টা করলে চৌগাছার দিক থেকে ওসি কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ আটকানোর চেষ্টা করে। এ সময় অপহরণকারীদের গাড়িটি মাঝের রাস্তা দিয়ে ঝিকরগাছার কায়েমখোলার দিকে পালানোর চেষ্টা করলে সলুয়া বিশ্বাসপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় ডিবি ও থানা পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। অপহরণকারীদের দুজন তখন পালিয়ে যায়।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

No comments

Powered by Blogger.