Adsterra

প্রতিরক্ষা-খরচ নিয়ে ট্রাম্পের প্রস্তাব খারিজ শলৎসের

প্রতিরক্ষা-খরচ নিয়ে ট্রাম্পের প্রস্তাব খারিজ শলৎসের, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh n

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোর দেশগুলিকে জিডিপি-র পাঁচ শতাংশ প্রতিরক্ষাখাতে খরচ করতে হবে। একমত নন ওলাফ শলৎস। ডনাল্ড ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দিলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস।

সোমবার পশ্চিম জার্মানিতে একটি নির্বাচনী ইভেন্টে তিনি বলেছেন, জার্মানির ক্ষেত্রে জিডিপি-র পাঁচ শতাংশ খরচ করা মানে প্রতিরক্ষায় ২০ হাজার কোটি ইউরো খরচ করা। জার্মানির ফেডারেল বাজেটই ৫০ হাজার কোটি ইউরো হয় না।

শলৎস বলেছেন, প্রচুর কর বাড়িয়ে বা অন্য সব খরচ ছাঁটাই করে প্রতিরক্ষাখাতে খরচ বাড়াতে হবে। কিন্তু অন্য সব খাতে খরচ করাটা জার্মানির জন্য খুব জরুরি। আমি কখনই পেনশন কমাব না, স্থানীয় সরকার বা যানবাহন পরিকাঠামোর জন্য খরচ ছাঁটাই করব না।

শলৎস জানিয়েছেন, গতবছর জিডিপি-র দুই শতাংশ প্রতিরক্ষায় খরচ করা হয়েছিল। ঠান্ডা যুদ্ধের পর এই প্রথমবার জার্মানি প্রতিরক্ষায় জিডিপি-র দুই শতাংশ অর্থ খরচ করলো। এই খরচ বহাল রাখা হবে বলে শলৎস জানিয়েছেন।

তিনি বলেছেন, যারা জিডিপি-র দুই শতাংশের বেশি অর্থ খরচ করার প্রস্তাব দিচ্ছেন, তারা এটাও জানান, ওই অর্থ কোথা থেকে পাওয়া যাবে? ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জার্মানির পার্লামেন্টে শলৎস জানিয়েছিলেন, জার্মানির সেনা বাহিনীর জন্য তিনি ১০ হাজার কোটি ইউরোর বিশেষ তহবিল তৈরি করবেন। কিন্তু বাজেট পরিস্থিতি ও ঘাটতি নিয়ে কড়া সাংবিধানিক নিয়মের মধ্যে পড়ে শলৎস তা করতে পারেননি।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য শলৎস এই কথা বললেও জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ও তার দলের নেতা বরিস পিস্টোরিয়াস বলেছেন, সেনাবাহিনীর জন্য খরচ বাড়ানো উচিত। ইউক্রেনের হাতে অত্যাধুনিক কামান তুলে দেয়া উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামী দিনে সেনার ক্ষমতা বাড়ানোকেই আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা ২০২৫ সালে এই প্রবণতা বজায় রাখব। আমরা জানি, তার পরের বছরগুলিতে আমাদের প্রতিরক্ষায় আরো বিনিয়োগ করতে হবে। জিডিপি-র দুই শতাংশ দিয়ে তা শুরু হয়েছে। সেটা আরো বাড়াতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

রাশিয়ার প্রতিবেশী দেশ পোল্যান্ড ২০২৪ সালে তাদের জিডিপি-র চার দশমিক দুই শতাংশ প্রতিরক্ষায় খরচ করেছে। এস্তোনিয়া জিডিপি-র তিন দশমিক চার, লাটভিয়া তিন দশমিক ১৫, লিথুয়ানিয়া দুই দশমিক ৮৫, ফিনল্যান্ড দুই দশমিক ৪১ শতাংশ অর্থ প্রতিরক্ষায় খরচ করে। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষাখাতে খরচ করে তিন দশমিক ৩৭ শতাংশ।

No comments

Powered by Blogger.