Adsterra

ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার নেতৃত্বে মানিক-মোস্তাকিম

 

ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার নেতৃত্বে মানিক মোস্তাকিম, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangl

২০২৫ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজ বাংলা বিভাগের (২০১৫-১৬) সেশনের শিক্ষার্থী আবদুল হক মানিক এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা কলেজ সমাজবিজ্ঞান বিভাগের (২০১৮-১৯) সেশনের শিক্ষার্থী মোস্তাকিম আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।

সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে এবং আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আবদুল হক মানিক এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

এছাড়াও, সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবদুল হক মানিক শাখা সেক্রেটারি হিসেবে মোস্তাকিম আহমেদকে মনোনীত করেন।

নুরুল ইসলাম সাদ্দাম সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং মুনাজাতের মাধ্যমে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।

No comments

Powered by Blogger.