Adsterra

জাতিসংঘ পার্ক এখন জুলাই স্মৃতি উদ্যান

জাতিসংঘ পার্ক এখন জুলাই স্মৃতি উদ্যান, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার জাতিসংঘ পার্ক এখন থেকে জুলাই স্মৃতি উদ্যান।

শুক্রবার (৩ জানুয়ারি) সরকারের গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এ উদ্যানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম প্রমুখ।

গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা প্রতি জানাতে উড়াল সেতু ও পার্কগুলো তাদের নামে করা হচ্ছে। অন্যায় অবিচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সাড়ে ১৫ বছর সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, এ অনুষ্ঠানে তাদেরকেও স্মরণ করছি।

তিনি বলেন, শহীদদের তালিকা দেওয়া থাকবে, তাদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। তবে বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আগামী প্রজন্ম এ উদ্যানে এসে বা উড়াল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় তাদের ত্যাগের কথা মনে রাখতে পারেন, সে জন্যই মূলত উড়াল সেতু ও উদ্যানের উদ্বোধন করা।

উপদেষ্টা বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার দৃশ্যমান করার কাজ মেয়র সাহেবরা করবেন। আন্ডারপাসও দরকার। তবে বড় বিষয় হচ্ছে চট্টগ্রামের জলাবদ্ধতা। এটি আমাদের নজরে আছে। জলাবদ্ধতা থেকে মানুষ যেন মুক্তি পায় সেই চেষ্টা হচ্ছে। মেয়র, সিডিএ, ডিসি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ হচ্ছে।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমি মনে করি, পাঁচলাইশের ঐতিহ্যবাহী জাতিসংঘ পার্কের দায়িত্ব চসিক, সিডিও, জেলাপ্রশাসনকে নিতে হবে। একসময় আমাদের সমন্বয় ছিল না। এখন এক সঙ্গে মিলে কাজ করছি। একসঙ্গে মিলে চট্টগ্রামকে সাজাতে চাই। পতেঙ্গাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করতে চাই। তবে সময় লাগবে। সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারলে চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটি করতে পারব।

No comments

Powered by Blogger.