Adsterra

ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র ইস্যুতে ট্রাম্পকে আলোচনার প্রস্তাব পুতিনের

ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র ইস্যুতে ট্রাম্পকে আলোচনার প্রস্তাব পুতিনের, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, b

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার আগেই তাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, আমরা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং তার দলের সদস্যদের রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ পুনরুদ্ধারের ইচ্ছার বিষয়ে বক্তব্য শুনতে পাই। আমরা অবশ্যই এই মনোভাবকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে অফিসে যোগদানের জন্য অভিনন্দন জানাই।

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলোর বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পারমাণবিক অস্ত্র এবং ইউক্রেনের সংঘাত।

ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার অধিগ্রহণ ও দাবি গ্রহণ করতে হবে।

পুতিন আরও বলেন, ইউক্রেনের পরিস্থিতির সমাধানের জন্য একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি যথেষ্ট নয়, বরং একটি দীর্ঘমেয়াদী শান্তিই লক্ষ্য হওয়া উচিত, যা ওই অঞ্চলে বসবাসকারী সব মানুষ ও জাতির বৈধ স্বার্থের প্রতি সম্মান বজায় রাখবে।

রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যে আরও বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং আরও বিস্তৃত নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত মস্কো।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তির (নিউ স্টার্ট) মেয়াদ ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণের শেষ স্তম্ভ হিসেবে বিবেচিত এই চুক্তি। এর বলেই দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমাবদ্ধ আছে এবং স্থল ও সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ও বোমা সরবরাহের বিষয়েও নিয়ন্ত্রণ বজায় আছে।

No comments

Powered by Blogger.