Adsterra

এবার নেইমারের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

এবার নেইমারের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন এমবাপ্পে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

২০২১ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জামিয়েছিলেন লিওনেল মেসি। এরপরই প্রকাশ্যে আসে নেইমার ও এমবাপ্পের দ্বন্দ্বের বিষয়টি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত পিএসজি ছাড়তে বাধ্যই হয়েছিলেন নেইমার। 

সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর একটি পডকাস্টেএমবাপ্পের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন মেসির ভালো সম্পর্কের কারণে ‘ঈর্ষান্বিত’ হয়ে পড়েছিলেন এমবাপে! এবার নেইমারের কথা পাল্টা জবাব দিয়েছেন এমবাপ্পে।

ব্রাজিলের টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, এমন (ঈর্ষা) কিছু নয়, সত্যিকার অর্থে আমার বলার মতো কিছু নেই। রিয়াল মাদ্রিদেই এখন আমার পুরো মনোযোগ। নেইমারের জন্যও আমার অনেক সম্মান রয়েছে।

তিনি আরও বলেন, আমি নেইমারের ব্যাপারে অনেকবারই বলেছি, তবে আমি ইতিবাচক থাকতে চাই। তিনি ফুটবল ইতিহাসের ব্যতিক্রমী একজন খেলোয়াড় এবং প্যারিসে আমরা একসঙ্গে স্মরণীয় সময় কাটিয়েছি। এখন আমি মাদ্রিদে, এখানকার মুহূর্তগুলো উপভোগ করতে চাই। নেইমার, তার পরিবার ও সকল বন্ধুদের জন্যও শুভকামনা।

এর আগে এমবাপ্পের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে নেইমার বলেছিলেন, তার সঙ্গে আমার কিছু সমস্যা হয়েছিল, আমরা একটু ঝগড়াও করেছি। তবে সেটা শুরুতে। যখন সে যোগ দেয়, তখন সে অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি সবসময় তাকে বলতাম, তার সঙ্গে মজা করতাম যে, সে একদিন সেরাদের একজন হবে। আমি সবসময় তাকে সাহায্য করতাম, তার সঙ্গে কথা বলতাম।

‘সে আমার বাড়িতে আসত, আমরা একসঙ্গে ডিনারও করতাম। আমরা কয়েক বছর ভালো সময় কাটিয়েছি, কিন্তু এরপর, মেসি আসার পর, আমি মনে করি সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়েছিল সে আমাকে কারও সঙ্গে ভাগাভাগি করতে চাইত না এবং এরপর থেকেই ঝগড়া শুরু হয়, তার আচরণে পরিবর্তন আসে।’

মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক কতটা গভীর তা সবারই জানা। বার্সেলোনায় ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত একত্রে নানা সফল সময় পার করেছেন মেসি-নেইমার। ভালো বন্ধুও তারা। তবে পিএসজিতে মেসি যোগ দেওয়ায় সেরা সাফল্যের আশায় ছিল ফরাসি ক্লাবটি। কিন্তু সফল হতে পারেননি নেইমার, এমবাপ্পে ও মেসি। যার জন্য সমন্বয়ের অভাবকে দায়ী করেছিলেন নেইমার।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

তিনি আরও বলেছিলেন, তোমাকে বুঝতে হবে, তুমি একা খেলতে পারবে না। তোমাকে অন্যদেরও পাশে রাখতে হবে। ‘আমি সেরা, ঠিক আছে’, কিন্তু তোমাকে কে বল দেবে? তোমার পাশে ভালো খেলোয়াড় থাকতে হবে, যারা বল দিতে পারবে। এটা সবার ইগোর বিষয় ছিল...তাই এটা সফল হতে পারেনি। আজকের দিনে, কেউ যদি না দৌড়ায়, কেউ যদি একে অপরকে সাহায্য না করে, তাহলে জয় অসম্ভব।

নেইমার ও মেসির পর পিএসজি ছেড়েছেন এমবাপ্পেও। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন তিনি। যেখানে রয়েছেন ব্রাজিলিয়ান রদ্রিগো, এন্দ্রিক, ভিনিসিয়ুস ও এদের মিলিতাও। এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়ার জাতীয় দলের সতীর্থদের তার থেকে সাবধান থাকার পরমর্শও দিয়েছিলেন নেইমার।

No comments

Powered by Blogger.