Adsterra

পিএসএলের ড্রাফটের দুই ক্যাটাগরিতে ৮ বাংলাদেশি

পিএসএলের ড্রাফটের দুই ক্যাটাগরিতে ৮ বাংলাদেশি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরকে সামনে রেখে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম লিখিয়েছেন সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু প্রথম দুই ক্যাটাগরিতে জায়গা পেয়েছে ৮ বাংলাদেশি।

সেই আট জন হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। তারা শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডের তালিকায় আছেন।

সাম্প্রতিক আইপিএল নিলামে বাংলাদেশেরসহ বেশ কিছু ক্রিকেটার অংশগ্রহণ করলেও তারা দল পেতে ব্যর্থ হন। তবে পিএসএলের ড্রাফটে তাদের ভালো সুযোগ রয়েছে, বিশেষত যেহেতু একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা পিএসএলে খেলার জন্য উন্মুক্ত থাকবেন।

আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে পিএসএলের ড্রাফটে আছেন ডেভিড ওয়ার্নার, ফিন অ্যালেন, টিম সাউদি, এভিন লুইস, মোহাম্মদ নবীর মতো ক্রিকেটাররাও।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

আগামী শনিবার পাকিস্তানের বেলুচিস্তানের বন্দরনগরী গোয়াদারে বসবে পিএসএলের নিলাম। যে নিলামের অংশ হতে নিবন্ধন করেছেন ১৯ দেশের ৫১০ জন ক্রিকেটার।

উল্লেখ্য, আগামী ৮ এপ্রিল, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। আসরের ফাইনাল ম্যাচটি ১৯ মে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

No comments

Powered by Blogger.