মোটরসাইকেল-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল-পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের ভেতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে রিফাত আহমেদ কিবরিয়া ও একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান। তারা দুজন সম্পর্কে চাচাত ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে আসামাত্র মোটরসাইকেল-পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আহত রিফাত ও সুফিয়ানকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়।
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
No comments