Adsterra

অধিনায়ক পান্তকে ধোনি-রোহিতের পাশে দেখতে চান লখনৌ মালিক

অধিনায়ক পান্তকে ধোনি-রোহিতের পাশে দেখতে চান লখনৌ মালিক, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglades

আইপিএলের নিলাম থেকে রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। এখনও বোঝা গিয়েছিল দলটির অধিনায়কত্ব পেতে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবার অনুষ্ঠানিকভাকে পান্তের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজিটি।

পান্তকে অধিনায়ক করে সঞ্জীব গোয়েঙ্কা বললেন, আমরা অপেক্ষা করছিলাম একসঙ্গেই পান্তকে পাশে নিয়ে এই ঘোষণা করার জন্য। আমাদের লখনৌ সুপার জায়ান্ট দলের নতুন অধিনায়ক হচ্ছেন পান্ত।

এই বাঁহাতি ব্যাটারকে দলে নিতে নিলামে রীতিমতো লড়াই করতে হয়েছিল লখনৌকে। আর সেই লড়াইয়ে কারণে জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিক বলেন, যখন দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেয় তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওকে দলে নিতেই হবে। কারণ গোটা কম্বিনেশনটাই ওকে নিয়ে তৈরি হয়েছিল।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

পান্তের প্রশংসা করে তিনি আরও বলেন, এখন সবাই মুম্বাই আর চেন্নাইয়ের কথা বলে, সকলে মাহি (ধোনি) আর রোহিতের নাম নেয়। কিন্তু আমার কথা মিলিয়ে নিও। আজ থেকে কয়েকবছর পর মাহি, রোহিত, রিশাভ তিনজনের নামই উঠে আসবে সেরা অধিনায়ক হিসেবে।

লখনৌ সুপার জায়ান্টের নেতৃত্ব নেওয়া পান্ত বলেন, যখন দলের মালিক এই ধরণের কথা বলে, তখন আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যায়। ১০০ শতাংশ থেকে ২০০ শতাংশ থেকে দিতে ইচ্ছা করে।

No comments

Powered by Blogger.