এই ৭ সত্যিকারের বিলাসিতার কয়টি আপনার জীবনে আছে
বিলাসিতার সঙ্গে জড়িয়ে আছে দামি, নামকরা ব্র্যান্ডের নানা ভোগ্যপণ্য। যেমন লাক্সারি বাড়ি, কোটি টাকার গাড়ি, গুচির ব্যাগ, প্রাডার জুতা, ওমেগা বা রোলেক্সের ঘড়ি, আরমানির সুগন্ধি ইত্যাদি। এসবের ভিড়ে সত্যিকারের লাক্সারি বা বিলাসিতাকে নতুন করে খুঁজে নিতে হচ্ছে। চলুন, চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক সত্যিকারের বিলাসিতার সংক্ষিপ্ত তালিকায়।
১. স্বাস্থ্য
আপনি কি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ? আপনার কাছে জীবনের অনেক ছোটখাটো বিষয়ও জটিল বা সংকটময় মনে হবে তখন, যখন আপনি অসুখে পড়বেন। একবার অসুখে পড়লেই ছোটবেলায় পড়া ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’ কথাটির সত্যতা হাড়ে হাড়ে টের পাওয়া যায়।
২. ভালোবাসা
আপনার জীবনে কি সত্যিকারের ভালোবাসা আছে? এমন দুজন বন্ধু আছে, যারা আপনার সর্বতো মঙ্গল চায়? বিপদে পাশে থাকে? ‘জাজ’ করে না? একজন বিশ্বস্ত সৎ জীবনসঙ্গী, সত্যিকারের ভালোবাসা, বিপদের বন্ধু কিন্তু হাতে গোনা।
৩. ধীর সকাল
বেশির ভাগ মানুষেরই সকালে উঠে তাড়াহুড়া লেগে যায়। নাশতা, অফিস, কাপড় ইস্তিরি করা..ধুর, ঘড়িটা গেল কোথায়..! আপনি যদি প্রতিদিন সকালে এক কাপ চা হাতে বারান্দার মিষ্টি রোদে বসে পত্রিকার পাতা ওল্টাতে পারেন, পরিবারের সঙ্গে বসে গল্প করতে করতে নাশতা খেতে পারেন, জেনে রাখুন, আপনি ভাগ্যবান।
৪. মা-বাবা
আপনার মা-বাবা বেঁচে থাকলে যতটা সম্ভব তাঁদের সঙ্গে সময় কাটান। দূরে থাকলে নিয়মিত খোঁজখবর নিন। তাঁদের প্রতি যথাসম্ভব সদয় হোন। মা-বাবা থাকা যে সত্যিকারের ‘লাক্সারি’, এটা সেদিনই বুঝতে পারবেন, যেদিন তাঁদের যেকোনো একজন বা দুজনের কেউই পৃথিবীতে থাকবেন না।
৫. স্থির মস্তিষ্ক
আপনি কি ঠান্ডা মাথার মানুষ? আপনি কি বিপদে বা খুব আনন্দের সংবাদে মাথা ঠান্ডা রাখতে পারেন? স্থির মস্তিষ্ক আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখার, জীবনে এগিয়ে যাওয়ার অন্যতম পূর্বশর্ত।
৬. ঘুরে বেড়ানো
আপনি কি ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন? নতুন জায়গা, শহর, নতুন মানুষের সঙ্গে পরিচয়, প্রকৃতি—এসবই মানুষকে শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত রাখতে অত্যন্ত সহায়ক।
৭. শান্তির ঘর
‘লাস্ট বাট নট দ্য লিস্ট’—কর্মব্যস্ত দিন শেষে আপনি যদি এমন একটা ঘরে ফিরে আসেন, যেখানে আর কিছু থাক বা না থাক, শান্তি আছে, তাহলে বিশ্বাস করুন, এটা পৃথবীর সবচেয়ে বড় ‘বিলাসিতা’!
No comments