Adsterra

ডিবি পরিচেয়ে ডাকাতি, যুবলীগ নেতা বেলালসহ গ্রেপ্তার ১২

ডিবি পরিচেয়ে ডাকাতি, যুবলীগ নেতা বেলালসহ গ্রেপ্তার ১২, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

রাজধানীতে ডিবি পরিচেয়ে ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদারসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয়ে একটি ভোজ্যতেলের ট্রাক ডাকাতি করা হয়। একই কায়দায় ২২ জানুয়ারি মোহাম্মদপুর থেকেও একটি তেলের ট্রাক ডাকাতি করা হয়। দুটি ট্রাক থেকে ২২ হাজার লিটার তেল ডাকাতি করা হয়। পরে তদন্তে নেমে মুন্সীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাক ও ১৯ হাজার লিটার তেল উদ্ধার করা হয়। এরপর রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

মাসুদ আলম আরও জানান, ডাকাত দলের প্রধান যুবলীগ নেতা বেলাল চাকলাদার। তিনি দীর্ঘ দিন ধরেই এ কাজ করে আসছেন। গণ-অভ্যুত্থানে দুটি হত্যা মামলা থাকার পরও এলাকায় থেকেই ডাকাতির কাজ করছিলেন বেলাল।

গ্রেপ্তার বেলাল ঢাকা ছাড়াও বরিশালের সফিপুর ইউনিয়ন যুবলীগেরও যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড মেম্বার।

No comments

Powered by Blogger.