আইসিসির বর্ষসেরা পুরস্কার বুঝে পেলেন বুমরাহ
ইনজুরির কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দল যখন মাঠে লড়াই করছেন তখন ঘরে বসে থাকতে পারেননি তিনি। ভারত-পাকিস্তান লড়াই দেখতে দুবাই স্টেডিয়ামে হাজির হয়েছেন বুমরাহ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক রিজওয়ান আহমেদ।
টসের পর হঠাৎই ক্যামেরায় দেখা যায় বুমরাহকে। সতীর্থদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে গল্প করছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বাকি ক্রিকেটারদের এক এক করে জড়িয়ে ধরেন। তাদের কিছু কথাও বলেন। কথা হয় কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও। শামিকে পেয়ে জড়িয়ে ধরেন বুমরাহ। পাল্টা তার পিঠ চাপড়ে দেন ভারতের ক্রিকেটাররা।
গত বছর দুর্দান্ত পারফরম্যান্স করায় পুরুষ বিভাগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন বুমরাহ। পাশাপাশি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা একাদশেও রয়েছেন তিনি।
তাই ভারত-পাকিস্তানের লড়াইয়ের মঞ্চে বুমরাহের হাতে দুটি ট্রফি এবং দুটি টুপি তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। জানা গিয়েছে, পুরস্কার তুলে দেওয়ার জন্যই তাকে ডাকা হয়েছে দুবাইয়ে। পুরস্কার নেওয়ার পরে তিনি সতীর্থদের সঙ্গে দেখা করেন।
অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। টেস্টের শেষ দিন বল করতে পারেনি। ম্যাচও হারে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি। পরে ছিটকে যান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। যদিও টুর্নামেন্টটির প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল তাকে।
No comments