Adsterra

সুইডেনে শিক্ষাকেন্দ্রে হামলা, গুলিবিদ্ধ ৫

সুইডেনে শিক্ষাকেন্দ্রে হামলা, গুলিবিদ্ধ ৫, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglades

ইউরোপের দেশ সুইডেনের একটি শিক্ষাকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে পাঁচজন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এ ঘটনা ঘটে।

স্থনীয় পুলিশ বিবিসিকে জানিয়েছে, গুলির ঘটনার পর ‘বিপদ এখনো শেষ হয়নি।’ লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্কও করেছে তারা। আহত ব্যক্তিদের অবস্থা কতোটা গুরুতর তা এখনো জানা যায়নি। তবে কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার শিক্ষাকেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। যারা সময় মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

এক বিবৃতিতে সুইডিশ পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে আপাতত হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র–সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।

এদিকে, হামলার পর সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসভিটিকে দেশটির বিচারবিষয়ক মন্ত্রী গানার স্ট্রোমার বলেছেন, ওরেব্রোতে হামলার খবর খুবই গুরুতর। 

No comments

Powered by Blogger.