Adsterra

হিলিতে হঠাৎ বেড়েছে চুরি-ডাকাতির ঘটনা

হিলিতে হঠাৎ বেড়েছে চুরি-ডাকাতির ঘটনা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর দিনাজপুরের হিলি সীমান্তে হঠাৎ বেড়েছে চুরি, ডাকাতিসহ ছিনতাইয়ের ঘটনা। সংঘবন্ধ ডাকাত দলের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউ। ডাকাতরা সড়কে ব্যারিকেট দিয়ে পথচারীদের যানবাহনে গতিরোধ করে ছিনিয়ে নিচ্ছেন মোটরসাইকেল নগদ টাকা। এ ছাড়াও সংঘবন্ধ চোরের দল স্বর্ণসহ ঘরের জিনিসপত্র চুরি করে নিচ্ছে।

সচেতন মহল বলছেন, আইন প্রয়োগকারী সংস্থার নিয়স্কৃীয়তার কারণে এমন ঘটনা বেড়েই চলেছে। তবে পুলিশ বলছে, তারা সময় সময় তৎপর রয়েছে, অপরাধ দমনে কারজ করছে তারা।

হিলি বন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসেন আমদানিকৃত পণ্য কিনতে। প্রতিদিন কোটি কোটি লেনদেন হয়। সম্প্রতি হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা। রাত হলেই হিলি সীমান্তের বিভিন্ন রাস্তায় গাছের গুড়ি ফেলে ধারালো অস্ত্রের মুখে পথচারীদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে ডাকাতদল। সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই এ ধরনের অপরাধ বেড়ে গেছে। ডাকাতি, চুরি, ছিনতাই যেন এখন নিত্যদিনের ঘটনা। তবে ছিনতাই বেড়েছে আশঙ্কাজনক হারে।

চলতি বছরের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, উপজেলার আলীহাট ইউনিয়নের ভাটরা গ্রামে মনজুর হাজীর বাড়ি থেকে নগদ ৮ লক্ষ টাকাসহ স্বর্ণ, পৌরসভার সোনারপট্রি এলাকা থেকে এক প্রবাসীর বাড়ি থেকে নগদ ৫ লক্ষ টাকাসহ ১৭ ভরি স্বর্ণ, হিলি সিপি মোড় থেকে থানার এসআই মিজানের মোটরসাইকেল চুরি, পৌর এলাকার ধরন্দা গ্রাম থেকে মোটরসাইকেল চুরিসহ বেশ কিছু চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

কথা হয় হিলির কয়েকজন বাসিন্দার সাথে- তারা বলেন, রাতে ও ভোরে চলাচল করতে মানুষ ভয় পাচ্ছেন। সাধারণ মানুষের পাশপাশি পুলিশের মোটরসাইকেল চুরির ঘটনাও ঘটেছে এই থানায়। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে পুলিশের বিরুদ্ধে। সাধারণ মানুষ এবং সচেতন মহলের দাবি আইনশৃঙ্খলাবাহিনী তাদের তৎপরতা বৃদ্ধি করলেই কমে আসবে চুরি-ডাকাতির মতো সব ধরনের অপরাধ। 

এদিকে, দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, আইনশৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে। ঘনকুয়াশার কারণে কিছুটা চুরি, ছিনতাই হয়ে থাকে। তবে নিয়মিত পুলিশ টহল দিচ্ছে।

No comments

Powered by Blogger.