রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রিকশাচালক আল আমিনকে হত্যার পর মরদেহ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিন সুজনের আইনজীবীরা জামিনের আবেদন করেননি। এ ছাড়াও নুরুল ইসলাম সুজন ১৬৪ ধারায় তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দেননি বলে জানা গেছে।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা আদালতে কোনো জামিনের আবেদন করিনি। জামিনের আবেদন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালতে দেওয়া হবে। সুজন সাহেব সুস্থ আছেন বলে আদালতকে জানিয়েছেন। আমরাও দেখেছি তিনি সুস্থ আছেন।’
সরকার পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল বলেন, বিগত দিনে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। আমরা বর্তমানে যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠায় এগিয়ে চলছি। আসামির রিমান্ডের আগে ও পরে স্বাস্থ্য পরীক্ষা এখন ন্যায় বিচারের উদাহারণ।
তিনি বলেন, পুলিশ যাতে আসামিকে কোনো টর্চার করতে না পারে বা টর্চার করে কোনো ধরনের উৎকোচ গ্রহণ করতে না পারে সে বিষয়টি ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম উদাহরণ। আজকে যেহেতু আসামিপক্ষ জামিনের আবেদন করেননি সেহেতু আমরাও কোনো বিরোধিতা করিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
No comments