নেপালের ঐতিহাসিক জয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর সফরকারীদের হোয়াইটওয়াশ করার কথা জানিয়েছিলেন অধিনায়ক মিজানুর রহমান। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে যে যোজন যোজন পার্থক্য রয়েছে তা হাড়েহাড়ে টের পেয়েছেন তিনি। কারণ, দ্বিতীয় ম্যাচেই নেপালের কাছে পরাস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশকে ৪৫-৪২ পয়েন্টে হারিয়ে সিরিজে দাঁড়িয়েছে নেপাল। কাবাডিতে এই প্রথম বাংলাদেশকে হারাল সফরকারী। তাই নেপালের কাছে এটি ঐতিহাসিক জয়ও।
এদিন পল্টন ময়দানে প্রথম পয়েন্ট নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশ ও নেপালের মাঝে। বাংলাদেশের একটি লোনার বিপরীতে নেপালও একটি লোনা পেয়েছে। প্রথমার্ধে সমান ২৪ পয়েন্ট নিয়ে বিরতিতে যায় নেপাল ও বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও ম্যাচ যতো গড়িয়েছে উত্তেজনা ততো বেড়েছে। বাংলাদেশের সাথে সমান তালে লড়েছে নেপাল। এক সময় দুই দলের স্কোর দাঁড়ায় সমান ৩৮। সেখান থেকে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নেপাল। চাপে পড়ে বাংলাদেশ।
নিজেদের গুঁছিয়ে আবার সমতায় ফিরে মিজানরা। ম্যাচের যখন এক মিনিট বাকি তখন ৪২ পয়েন্ট নিয়ে দুই দল সমতায়। কিন্তু শেষ পর্যন্ত হাসি নিয়ে খেলা শেষ করে নেপাল।
সফরকারীরা সিরিজে সমতা ফেরায় জমে উঠল পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নেপালের অধিনায়ক রোকা মাগার। তাকে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
No comments