মোটরসাইকেলের ওপর উল্টে পড়লো ট্রাক, প্রাণ গেল আরোহীর
চট্টগ্রামের মীরসরাইয় উপজেরার নিজামপুর এলাকায় দ্রুতগতির একটি কয়লাবোঝাই ট্রাক উল্টে মোটরসাইকেলের ওপর পড়লে ঘটনাস্থলে মোহাম্মদ আক্তার নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার নিজামপুর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আক্তার হোসেন মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে। চলন্ত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এরপর উল্টে গিয়ে পাশে থাকা একটি লেগুনা ও মোটরসাইকেলের ওপর পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
কুমিরা হাইওয়ে থানার এএসআই শামসুল হক বলেন, ‘মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক, মোটরসাইকেল ও লেগুনা জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছেন।’
No comments