Adsterra

গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে হত্যার ঘটনায় মামলা

গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে হত্যার ঘটনায় মামলা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, ba

গাইবান্ধায় ক্রিকেটার ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডলকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত মামুনের বাবা আব্দুল মান্নান মণ্ডল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর নিহত মামুনের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার বিকেলে জামদানি ঘাট এলাকায় খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে মামুনের ওপর অতর্কিত হামলা চালায় ১০ থেকে ১৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত। তারা মামুনকে পিটিয়ে-কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলার ধাপেরহাট নায়বিয়া দরবার শরিফের দোকানিদের সঙ্গে মামুনের বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার রাতে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে মারধর করেন মামুন। এর জের ধরে তাকে ডেকে নিয়ে হামলা চালানো হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

নিহতের স্বজনরা জানান, মামুন ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তিনি বিপিএল এ সিলেট দলের নেট বলার হিসেবে ব্যস্ত ছিলেন।

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, ‘এ ঘটনায় নিহত মামুনের বাবা আব্দুল মান্নান মণ্ডল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।’

No comments

Powered by Blogger.