Adsterra

সপ্তম দিনের মতো আন্দোলনে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা

সপ্তম দিনের মতো আন্দোলনে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh ne

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হয়ে যাওয়ার প্রতিবাদে টানা আন্দোলন চলছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের। নিয়োগ পুনর্বহালের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করছেন তারা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষকরা।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। অথচ একই নিয়োগের প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা কর্মস্থলে যোগদান করে চাকরি করে যাচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি বৈষম্যমূলক। এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের সঙ্গে প্রতারণা। আমরা চাই, দ্রুত যেন এ রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

তারা জানান, আদালতের রায়ের বিপরীতে আপিল করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়ের সুপারিশের পরও হাইকোর্টের রায়ে বৈষম্যের শিকার হয়েছেন ৬ হাজার ৫৩১ শিক্ষক। তাই, যোগদান নিশ্চিত করার এক দফা দাবিতে এ আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এর আগে, গত বৃহস্পতিবার থেকে শাহবাগ ছাড়াও প্রেসক্লাব ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা।

No comments

Powered by Blogger.