Adsterra

প্রকাশিত হয়েছে রাসেদ শিকদারের নতুন বই ❝ফান ফিয়েস্তা❞

প্রকাশিত হয়েছে রাসেদ শিকদারের নতুন বই ফান ফিয়েস্তা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh n


অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে রাসেদ শিকদারের নতুন বই ❝ফান ফিয়েস্তা❞। রম্য রসাত্মক এ বইটি প্রকাশ করেছে অনুজ প্রকাশন। প্রচ্ছদ করেছেন সজীব ওয়ার্সী।


প্রকাশক আশরাফুল ইসলাম তুষার জানান ❝ফান ফিয়েস্তা❞ বইটি মেলায় পাওয়া যাচ্ছে এশিয়া পাবলিকেশনসের ৫৬১-৫৬২-৫৬৩-৫৬৪ নং স্টলে। বইটির প্রচ্ছদ মূল্য ২০০ টাকা। স্টলের পাশাপাশি বইটি সব অনলাইন বুক শপ ও লেখকের পেজ থেকেও সংগ্রহ করা যাবে।


ফান ফিয়েস্তা হাস্যরস, কৌতুক ও ব্যঙ্গের অনবদ্য সংকলন। জীবনের নানা দিক  হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছেন লেখক। যারা রম্য সাহিত্যপ্রেমী বা হাসতে ভালোবাসেন, তাদের জন্য ফান ফিয়েস্তা হতে পারে অন্যতম সেরা সংকলন।


রাসেদ শিকদার পাবনার এক তরুণ, যিনি চেহারা ও অঙ্গভঙ্গির জন্য ‘বাংলার মিস্টার বিন’ নামে পরিচিত। পেশায় তিনি একজন জাদুশিল্পী। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার খানপুরা গ্রামে।


ছোটবেলা থেকেই বন্ধুরা তাকে মিস্টার বিনের সাথে তুলনা করত, কিন্তু তিনি তখন বিষয়টি গুরুত্ব দেননি। পরবর্তীতে করোনাকালে ম্যাজিশিয়ান এম রহমানের পরামর্শে মিস্টার বিন কে অনুসরণ করে অভিনয়ের চেষ্টা করেন এবং দ্রুত জনপ্রিয়তা পান।


২০১৭ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনের ‘চোখের পলকে’ অনুষ্ঠানে জাদু প্রদর্শন করছেন। রাস্তাঘাটে স্যুট-টাই পরে বের হলে মানুষ তাকে ঘিরে ধরে, সেলফি তোলে এবং মিস্টার বিনের সাথে তার সাদৃশ্য নিয়ে আলোচনা করে। ভবিষ্যতে তিনি নিজের মত করে কিছু করতে চান, তবে মিস্টার বিনের চরিত্রে অভিনয় ও জাদু প্রদর্শন চালিয়ে যেতে ইচ্ছুক।


এর আগে ২০২৪ সালের অমর একুশে বইমেলায় একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল রাসেদ শিকদারের প্রথম আত্মউন্নয়নমূলক বই "দ্য পাসওয়ার্ড অব সাকসেস" (সফলতার গুপ্ত মন্ত্র)।


No comments

Powered by Blogger.