আওয়ামী লীগ নেতাকে জামিন, প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের নেতা ও একাধিক মামলার আসামি কুদরত ই খুদা মিলনকে জামিন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা জজ আদালতের সামনে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া ও ভজনপুর বাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মিলন চেয়ারম্যানের অত্যাচারের শিকার আব্দুল হামিদসহ অর্ধশত ভুক্তভোগী মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন একজন ভূমিদস্যু, মামলাবাজ, মাদক বিক্রেতা, নারী লোভী, ভারতীয় গরুর দালালসহ যাবতীয় বেআইনি কাজে জড়িত। বাংলাবান্ধা স্থলবন্দরে পাথরের সিন্ডিকেটসহ তৎকালীন রাজনৈতিক প্রভাবে বিএনপির অফিস ভাঙচুর, বিএনপির সাধারণ কর্মীদের মারধর করে দোকানপাট ভাঙচুর, বোদা উপজেলায় ককটেল বিস্ফোরণের সঙ্গে এই আওয়ামী লীগ নেতা জড়িত। একজন ব্যক্তির বিরুদ্ধে এতগুলো মামলা থাকার পরেও কিভাবে তাকে জামিন দেওয়া হলো পঞ্চগড় আদালত থেকে। যেখানে হাইকোর্টও জামিন দেয়নি তাকে। তাকে পুনরায় গ্রেপ্তার করে আবারও শাস্তির মুখোমুখি করা হোক। এমন লোক জেলের বাইরে থাকলে আমাদের সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হতে পারে।
পরে ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে ইউপি চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি দেওয়া হয়।
No comments